১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

এ সম্পর্কিত আরও খবর

ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একজন নিহত

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম
ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল স্টারলাইন পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো আটজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে একটি মাইক্রোবাসে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে লালপোল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহতরা হলেন ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পুরগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন (৩৬), একই উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাশেমের ছেলে শাকিল (২৪), ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকার শিপনের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২০), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (২৫) ও মাইজদীর পূর্ব শোলাকিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০)। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x