অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধান উপদেষ্টা এই আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সংবর্ধনার আয়োজন করেছিলেন।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও নির্বাচন প্রসঙ্গে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।