৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছিল ইউটিউব, ক্ষতিপূরণ গুনছে ৩০০ কোটি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামলা নিষ্পত্তি করতে ২৪.৫ মিলিয়ন ডলার (২৯৮ কোটি টাকা) ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। এ ঘটনায় করা মামলার প্রেক্ষিতে এই সমঝোতা হলো। খবর সিএনবিসির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার জমা দেওয়া নথিতে বলা হয়েছে, এই সমঝোতা ইউটিউব বা তাদের সংশ্লিষ্ট পক্ষগুলোর দায় স্বীকার হিসেবে গণ্য হবে না।

২০২১ সালের মাঝামাঝি সময়ে ইউটিউব, ফেসবুক ও টুইটার কর্তৃক অ্যাকাউন্ট স্থগিতের পর ট্রাম্প আলাদা আলাদা মামলা করেছিলেন। অভিযোগ ছিল, এসব প্ল্যাটফর্ম তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছিল এবং তাকে মতপ্রকাশের অধিকার থেকে বঞ্চিত করেছিল।

ট্রাম্প গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জানুয়ারিতে আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একে একে তার সঙ্গে সমঝোতায় যাচ্ছে। এ বছরের জানুয়ারিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা মিটিয়ে নেয়। ফেব্রুয়ারিতে এলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্রায় ১০ মিলিয়ন ডলারে একই ধরনের সমঝোতা করে।

তবে এই প্রক্রিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শিবিরে সমালোচনা রয়েছে। আগস্টে ম্যাসাচুসেটসের সেনেটর এলিজাবেথ ওয়ারেনসহ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর গুগল ও ইউটিউব প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠান। তারা উদ্বেগ প্রকাশ করেন, ট্রাম্পের সঙ্গে এমন সমঝোতা হয়তো ‘কুইড-প্রো-কো’ চুক্তির মতো হতে পারে, যা কোম্পানিগুলোকে প্রতিযোগিতা, ভোক্তা সুরক্ষা ও শ্রম আইন লঙ্ঘনের দায় থেকে বাঁচানোর উদ্দেশ্যে করা হচ্ছে। তাদের মতে, এতে প্রতিষ্ঠানগুলো ফেডারেল ঘুষবিরোধী আইন ভঙ্গের ঝুঁকিতে পড়তে পারে। এই সমঝোতার মাধ্যমে ইউটিউব ও ট্রাম্পের মধ্যে দীর্ঘদিনের আইনি টানাপড়েনের আনুষ্ঠানিক অবসান ঘটল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x