৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম

এ সম্পর্কিত আরও খবর

ট্রাম্পের কথাও শুনছে না ইসরায়েল, দুই দিনে গাজায় নিহত শতাধিক

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তারপরও গত দুই দিনে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু।

জার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হন। সোমবার সকালে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ১৩১টি বিমান ও গোলাবর্ষণ হামলা চালানো হয় ঘনবসতিপূর্ণ এলাকায়। যার মধ্যে আবাসিক পাড়া, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র অন্তর্ভুক্ত।

জা সিটির আল-জালা ও তাল আল-হাওয়া এলাকায় ঘরবাড়ি লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত যান থেকে বিস্ফোরক ব্যারেল ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সোমবার সকালে গাজা সিটির গ্রিক অর্থোডক্স স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়। এতে বহুজন হতাহত হয়েছেন। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

গাজা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৬৭,১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু। এছাড়া ৯ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। যাদের সবাই মৃত বলেই ধারণা করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x