৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৫৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইতিহাস রচনা করবে ইউএফসি লড়াই

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশ্বব্যাপী জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা। ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আগামী ২০২৬ সালের ১৪ জুন, তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের মাঠে অনুষ্ঠিত হবে এই বিশেষ ইউএফসি লড়াই।

এর আগে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলতি বছরের ৪ জুলাই এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পের জন্মদিনে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডানা হোয়াইট আরও জানান, আগামী বছরের শুরু থেকেই শুরু হবে ‘হোয়াইট হাউস কার্ড’ তৈরির কাজ, যা ইউএফসি ইতিহাসের সবচেয়ে বড় ফাইট কার্ড হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, ‘এটি শুধু একটি লড়াই নয়— এটি হবে আমেরিকান ইতিহাস ও খেলাধুলার গৌরবময় মেলবন্ধন ‘

বিশ্বজুড়ে কোটি দর্শকের প্রিয় এই খেলাটি হলো এক ধরনের মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা, যেখানে বক্সিং, রেসলিং, কিকবক্সিং, কারাতে, ব্রাজিলিয়ান জিউ-জিতসু ও জুডোসহ নানা মার্শাল আর্টের কৌশল একত্রে ব্যবহার করা হয়। লড়াইটি অনুষ্ঠিত হয় আট কোণা ধাতব খাঁচার মতো বিশেষ রিংয়ে, যাকে বলা হয় অক্টাগন।

প্রতিযোগীরা নানা যুদ্ধকৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করে, যা এই খেলাটিকে করেছে একইসঙ্গে রোমাঞ্চকর ও বিপজ্জনক। সাম্প্রতিক বছরগুলোতে ইউএফসি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

হোয়াইট হাউস প্রাঙ্গণে এই প্রথমবারের মতো ইউএফসি লড়াইয়ের আয়োজন হতে চলায় তা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ট্রাম্পের নেতৃত্বে রাজনীতি, বিনোদন ও ক্রীড়ার এক নতুন সংমিশ্রণ ঘটাবে, যা আন্তর্জাতিক পরিসরেও দারুণ আগ্রহ সৃষ্টি করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x