শুল্ক ইস্যুতে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের প্রতিদান দেবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর ও দেশটির প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ভারত ও রাশিয়া অন্ধকারতম চীনের ভেতরে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে অন্ধকারতম-গভীরতম চীনের ভেতরে হারিয়ে ফেলেছি। একসঙ্গে তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক।
তবে পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবার মতবদল করে ফেলেন।এদিন হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নর জবাবে ভারত-আমেরিকা সম্পর্ককে ‘অত্যন্ত বিশেষ’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতকে হারিয়ে ফেলিনি তো। মোদি আমার খুব ভালো বন্ধু, সব সময় এই বন্ধুত্ব থাকবে।
মোদি সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও বলেন, আপনারা তো জানেন, মোদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি একজন দারুণ প্রধানমন্ত্রী। তবে ভারতের রুশ তেল আমদানির প্রসঙ্গ টেনে বর্তমান সময়ে মোদির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত বিশেষ। চিন্তার কিছু নেই, মাঝেমধ্যে এমনটা হয়। এসময় ভারতের সাথে বাণিজ্য আলোচনা ‘ভালো চলছে’ বলেও দাবি করেন ট্রাম্প।
ভারত ও মোদিকে নিয়ে ট্রাম্পের এই বক্তব্যের দু’লাইনে ইতিবাচক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার (৬ সেপ্টেম্বর) এক্সে দেয়া বার্তায় মোদি লেখেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মূল্যায়ন ও অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করি এবং সম্পূর্ণ সমর্থন জানাই। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক ও ভবিষ্যতপন্থী পূর্ণাঙ্গ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।