বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। ডাকসু এবং জাকসুতে দলীয় পরিচয়ে নির্বাচন করেই হেরেছেন, সামনেও হারার প্রস্তুতি নিন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে সোনালী ব্যাংক চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর ও জেলা আয়োজিত জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সনদ বাস্তবায়ন না হলে সংসদ নির্বাচনেরও আইনি ভিত্তি থাকবে না। জুলাই সনদকে আইনিভিত্তি দিয়েই নির্বাচন এ যেতে হবে।
আকাম-কুকাম এর জন্য অন্য দলের ভোট কমেছে আর জামায়াতের বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে রেলস্টেশনে এসে শেষ হয়।