৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ডিএসসিসির সাবেক সিইওসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিজ্ঞাপন ফলকের ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে অযৌক্তিকভাবে ৮০০ টাকায় নামিয়ে এনে ২৫ কোটি টাকার সরকারি রাজস্ব ক্ষতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে। এ অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল হাসান বাদী হয়ে সোমবার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১০৯/৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

দুদক জানায়, ২০১৫-১৬ থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিএসসিসির বিজ্ঞাপন ফলকের নির্ধারিত ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করে মোট প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x