৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ডিম ছোঁড়ার অভিযোগে নিউইয়র্কে মামলা করলেন আখতার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডিম ছোঁড়ার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি মামলাটি দায়ের করেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় এনসিপি নেতা বলেন, এয়ারপোর্টে হামলার পর আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে এয়ারপোর্টের খুব কাছেই যে থানা রয়েছে, আমি সেখানে যাই এবং যারা সেদিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট (হুমকি) দিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

আখতার হোসেন আরও বলেন, ইউএস পুলিশকে আমরা বিষয়টি অবহিত করেছি, যারা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছে, তারা বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত। গত বছর তারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে; মানবতাবিরোধী অপরাধ করেছে।

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে; সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি, আওয়ামী সন্ত্রাসীরা দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুক; তাদের ব্যাপারে আইনগতভাবেই প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা যত ধরনের অপরাধ করেছে, অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব। সন্ত্রাস নিয়ে তারা আর বাংলাদেশে ফেরার সুযোগ পাবে না, যোগ করেন আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোঁড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে সেখানে যান আখতার হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান আখতারের গায়ে ডিম ছুঁড়ড়েন। এ ঘটনার পর বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিজানুরকে আটক করা হয়। পরে তিনি ছাড়াও পান।

এ বিষয়ে ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আমিনুল ইসলাম সমকালকে বলেন, আমাদের দেশের কোনো নাগরিক বিদেশের মাটিতে ভিকটিম হলে তিনি ওই দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করতে পারেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই দেশে আসামির সাজাও হতে পারে।এছাড়া ভিকটিম চাইলে দেশে এসেও সরকারের অনুমতি সাপেক্ষে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x