ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (০৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এনিয়ে চলতি বছর দেশে মোট ১৩ হাজার ৫৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট ৫২ জন।