৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৬:২৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ডেঙ্গুতে আরো দুই মৃত্যু, হাসপাতালে ৩৯৪

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ৬:২৯ পিএম
ডেঙ্গুতে আরো দুই মৃত্যু, হাসপাতালে ৩৯৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু হলো।

আজ সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। এসময় নতুন করে ৩৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন, বাকি ৯১০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ৯ হাজার ৬২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছেন ৩৬ জন। আর এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে-তে তিনজন এবং জুনে ১৯ জন মারা যান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x