সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাজির রোড, মুক্তবাজার প্রদক্ষিণ করে ট্রাংক রোডে এসে সমাবেশে মিলিত হয়।
ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাতের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পরে সারা দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। মবের নামে বিচার বহির্ভূত কাজ করা হচ্ছে।
মানুষের ব্যবসা-বাণিজ্য লুটপাট করা হচ্ছে। এরপরেও সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার। সম্প্রতি একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছে। এরা নিজেদের পরিচয় দিতে ভয় পায়। তাই কখনো ছাত্রলীগ, কখনো ওমুক-তমুক প্লাটফর্মে ভর করে অপরাজনীতি করছে।
বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা। এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।