বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ভুয়া ব্যারিস্টার শামীম রহমান (৩৩) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।
এক প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রায়হান হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, প্রতারণার শিকার ব্যক্তি হারুন-উর রশিদ গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদারের সাথে শামীম রহমানের পরিচয় হয়। পরিচয়ের সময় শামীম নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং পেশায় ব্যারিস্টার বলে দাবি করেন। তিনি দাবি করেন, তার কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এবং তিনি চাইলেই বিএনপির যুবদলের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দিতে পারেন। এই প্রলোভনে পড়ে ইমরান ও রব্বানী তার কথায় বিশ্বাস করে বগুড়ার একটি হোটেলে সাক্ষাতে যান। এসময় কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে ইমরানের কাছ থেকে দুই লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার আশ্বাস দিয়ে রব্বানীর কাছে এক লাখ টাকা দাবি করেন শামীম। ওই সময় ইমরান ও রব্বানী যৌথভাবে ৫০ হাজার টাকা তাকে প্রদান করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা আইনের আশ্রয় নেন। অভিযোগ পাওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে প্রতারক শামীম রহমানকে গ্রেপ্তার করে।
এঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।