৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ এএম

এ সম্পর্কিত আরও খবর

‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার’

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ এএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণের নথিসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, সরকারের সহযোগিতার বিষয়টি নির্ভর করছে দেশে ফেরা নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। ভ্রমণ নথি অথবা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সরকার সমাধান করবে।

তারেক রহমানের সব মামলা নিষ্পত্তিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাস ইস্যু করা হচ্ছে কি না। এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দেখুন উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যেকোনো সময়। আসার জন্য যদি তাঁর ভ্রমণ নথি নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা আমরা সমাধান করব। কিন্তু সিদ্ধান্ত তো তাঁকে নিতে হবে। উনি যখন আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ সংক্রান্ত চিঠির বিষয়ে নয়াদিল্লি এখনো সাড়া দেয়নি। এ নিয়ে দ্বিতীয় দফায় আর চিঠি পাঠানো হয়নি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন কোনো কিছু বলার নেই। কিন্তু পুরোনো যেটা বলা হয়েছিল সেটা আমি আবারও বলছি। আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তবে এটা তো দুই পক্ষকে এগোতে হবে। যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে, তাহলে নিশ্চয়ই আগাবে।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী অনুসন্ধান মিশন এরইমধ্যে বাংলাদেশ সফর করেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। নির্বাচন কমিশন বিষয়টি তদারকি করছে।

আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া নিয়ে যে দাবি উঠেছে তা নিয়ে উন্নয়ন অংশীদারদের মনোভাব কেমন। জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘প্রথম কথা হলো যে, কারা নির্বাচন করতে পারবে না পারবে এটা একেবারে নির্বাচন কমিশনের বিষয়। আমি নিয়ে একটি কথাও বলব না।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x