ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রাতে মিরপুর এক নম্বরে এঘটনা ঘটে এবং রাতেই অভিযোগটি থানায় দায়ের করা হয়।
পুলিশ সূত্র জানায়, প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে এবং উভয় পক্ষকে নিয়ে বসে সমঝোতার চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে মারধরের প্রমাণ মিললে এবং সমঝোতা না হলে অভিযোগটি মামলা হিসেবে রুজু হবে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের দপ্তর এবং মিরপুর থানার একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নেন তাসকিন আহমেদ। পরে তাসকিন তাকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং হুমকি দেন। থানা সূত্রে জানা যায়, বাদী ও বিবাদী দুজন পুরনো বন্ধু।