২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:১০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

তুর্কি রেকর্ড চুরমার করে গালাতাসারায়ে ওসিমেন

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:১০ পিএম

নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারায়ে এসেছিলেন ভিক্টর ওসিমেন। এবার তার সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা। সেজন্য ফুটবল দলবদলের বাজারে তুর্কি রেকর্ড ভাঙতে হয়েছে। রেকর্ড ভাঙা বললে ভুল হবে, রেকর্ড চুরমার হয়ে গেছে। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। যা পূর্বে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিনগুনেরও বেশি।

গত মৌসুমে সেভিয়া থেকে ফেনারবাচে ২০ মিলিয়ন ইউরো দিয়ে মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে কিনেছিল। যা ছিল তুর্কি দলবদলের বাজারের রেকর্ড। ওসিমেনকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে কেনার পরও বলতে হবে পানির দামে চুক্তি সম্পন্ন করেছে গালাতাসারায়ে। কারণ এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউ-এর মতো ক্লাবের প্রস্তাব ওসিমেন নিজে পায়ে ঠেলেছিলেন।

ঘটনা ২০২২-২৩ মৌসুমের। নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। তাকে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে মোটা অঙ্কের অর্থে কিনতে চেয়েছিল ইউরোপের জায়ান্ট দলগুলো। রিয়াল মাদ্রিদ পর্যন্ত ছিল তাকে কেনার লড়াইয়ে। শীতকালীন দলবদলের বাজারে তার দাম আরও বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন।

সর্বশেষ অর্থাৎ ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়ে ছিলেন। কিন্তু দামে ক্লাব পর্যায়ে নাপোলির সঙ্গে ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি। তুরস্কে গিয়ে ক্লাবের প্রেমে পড়ে এখন তিনি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওসিমেনের বয়স ২৬। গত মৌসুমে ৩৭ গোল করেছেন। নাপোলিতে তার আগের দুই মৌসুমেও দারুণ খেলেছেন। যে কারণে গালাতাসারায়ে মোটা অঙ্কের অর্থে তাকে কিনলেও চুক্তিতে শর্ত জুড়ে দিয়েছে নাপোলি। ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x