৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৬:০৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ত্বকচর্চার নতুন দিগন্ত—মাইক্রোকারেন্ট ফেসিয়াল

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৬:০৫ পিএম
ত্বকচর্চার নতুন দিগন্ত—মাইক্রোকারেন্ট ফেসিয়াল

বর্তমানে মাইক্রোকারেন্ট ফেসিয়ালের দিকে ঝুঁকছেন তারকা থেকে সাধারণ মানুষ। কিভাবে হয় এই ফেসিয়াল। এই ফেসিয়াল করলে কী ফল পাওয়া যেতে পারে? আসুন, জেনে নিই।

মাইক্রোকারেন্ট ফেসিয়াল কী?
মাইক্রোকারেন্ট ফেসিয়াল হলো একটি ত্বকচর্চার পদ্ধতি। যেখানে খুবই সামান্য বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহৃত হয় রক্ত সঞ্চালন বাড়াতে, মুখের পেশি এবং ত্বক টানটান, দৃঢ় ও উজ্জ্বল রাখতে এই পদ্ধতির ব্যবহার বাড়ছে।

এই প্রক্রিয়া একেবারেই ব্যথাহীন এবং অস্ত্রোপচারবিহীন। যা রিকভারির জন্য আলাদা সময় লাগে না। এটি কোলাজেন ও ইলাস্টিন তৈরি করতে সাহায্য করে, যার ফলে ত্বক আরো উজ্জ্বল ও দৃঢ় হয়।

কিভাবে কাজ করে?
চিকিৎসার আগে মুখে একটি জেল বা ওয়াটার-বেসড সিরাম প্রয়োগ করা হয়। যাতে বৈদ্যুতিক তরঙ্গ ত্বকের নিচে সহজে পৌঁছতে পারে। এরপর দুটি ইলেকট্রোড মুখে ব্যবহার করা হয়। যা পেশিকে উদ্দীপ্ত করে এবং ঠিক অবস্থানে ফিরিয়ে আনে। এটি মুখের ৩২টি পেশির ওপর কাজ করে।

ব্যথা হয় কি?
না, সাধারণত ব্যথা হয় না। মাঝে মাঝে হালকা টান বা ঝিঁঝিঁ ধরার অনুভূতি হতে পারে, তবে তা দ্রুত কেটে যায়।

কেন উপকারী?
ত্বক উজ্জ্বল করা, রক্ত সঞ্চালন বাড়ানো, পেশি দৃঢ় করা এবং কোলাজেন উৎপাদনে এটি বেশ কার্যকর। এটি নিয়মিত করলে দীর্ঘস্থায়ী ফল মেলে।

কারা এড়িয়ে চলবেন?
যাদের শরীরে ধাতব ইমপ্লান্ট আছে, মৃগী রোগী, হৃদরোগে ভুগছেন বা গর্ভাবস্থার প্রথম তিনমাসে আছেন— তাদের জন্য এটি উপযুক্ত নয়।

পরবর্তী যত্ন
চিকিৎসার পরে কোলাজেন বৃদ্ধির উপযোগী সিরাম বা ক্রিম ব্যবহার করতে বলা হয়। এই ফেসিয়ালটি আজকাল সৌন্দর্যচর্চায় একটি জনপ্রিয় ও আধুনিক পদ্ধতি হয়ে উঠেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x