২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:৫২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

থানার ৩০০ গজ দূরে দুর্ধর্ষ চুরি, উধাও ৪৫০ মোবাইল

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:৫২ পিএম
somoynews.tv 676 2025082208 - 1

ফেনীর সোনাগাজী বাজারে থানার মাত্র ৩০০ গজ দূরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্থানীয় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি দোকানে ঢুকে অন্তত ৪৫০টি মোবাইল ফোন, হাতঘড়ি, গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা ডিভাইস এবং নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের ২য় তলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অন্তত ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। দুজন দোকানে প্রবেশ করে ব্যাগভর্তি করে মালামাল নিচ্ছিলেন, অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী ব্যবসায়ী পলাশ বলেন, প্রতিদিনের মতো হিসাব শেষে রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি তালা ভাঙা। পরে ক্যামেরায় দেখি সংঘবদ্ধ চোরচক্র দোকান থেকে ৪০০টির বেশি নতুন মোবাইল, গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা প্রায় ৫০টি মোবাইল, ৫০টি হাতঘড়ি ও ক্যাশবাক্স থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

তিনি আরও বলেন, এতো বড় আর্থিক ক্ষতিতে আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, মার্কেটটি থানার মাত্র ৩০০ গজ দূরে। এমন স্থানে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অথচ ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি বা সার্কেল এসপি কেউ আসেননি।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, ‘এটি নিঃসন্দেহে পরিকল্পিত চুরি। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন। অথচ ঘটনা ঘটে সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চক্র এই চুরির সঙ্গে জড়িত। বাজারে দ্রুত নিরাপত্তা জোরদার করা হবে।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, ব্যবসায়ী থানায় মামলা করেছেন। আমরা তদন্ত করছি এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। থানার এত কাছাকাছি চুরির ঘটনায় প্রশ্ন উঠলে তিনি বলেন, চুরির সময় ভোরে বাজারে নাইট গার্ড ছিল না। ভোরের দিকে পুলিশের উপস্থিতিও ধীরে ধীরে কমে যায়। তবে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি এবং তদন্ত চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x