পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ শেষে পরে মুখোমুখি হন গণমাধ্যমের। সে সময় বিগত সময়ে মন্ত্রীদের সরাসরি দল গঠনে হস্তক্ষেপের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই খেলোয়াড় খেলবে না। এগুলোতে একটা প্রতিষ্ঠান কাজ করা বন্ধ করে দেয়।
আমি যদি খেলোয়াড়দের সাথে কথা বলি তাহলে এখানে স্বার্থের সংঘাত তৈরি হবে অবশ্যই। দেখা যেতে পারে ক্রিকেটাররা আমার কাছে অন্য ধরনের কিছুই চাইতে পারে যেটা নিয়মের মধ্যে পড়ে না। আমার মনে হয় পেশাদারিত্বের সাথে হ্যান্ডেল করা উচিত। পরে আরও স্পষ্ট করে উপদেষ্টা বলেন, দলের সাথে যারা সংশ্লিষ্ট তারাই দল নিয়ে কাজ করবে। আমাদের কাজ প্রশাসন ও পলিসি নিয়ে কাজ করা, আমরা ওটাই করব। যে যার যার কাজ করলে আগামী দিনে আরো ভালো হবে।
রাতারাতি অবশ্য পরিবর্তন সম্ভব নয় দাবি ক্রীড়া উপদেষ্টার, ‘অবশ্যই ইতিবাচক। তবে রাতারাতি তো পরিবর্তন সম্ভব না। আমরা কাজ করতে চাচ্ছি লম্বা সময়ের জন্য। আমরা এখন পলিসি দিতে চাচ্ছি, বিকেন্দ্রীকরণের মাধ্যমে করতে চাচ্ছি, প্রোপার ট্রেনিং সেট-আপ দিতে চাচ্ছি। এর ফল হয়ত আমরা এখন পাবো না, কিন্তু পাঁচ বছর পরে দেখা যাবে। লং টার্মে এটা বাংলাদেশের ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে যাবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বৈঠক করেছেন আসিফ মাহমুদ। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করব। যেখানে বাংলাদেশ ভালো, সেটা নিয়ে পাকিস্তান উপকৃত হতে পারে। যেখানে পাকিস্তান ভালো, সেটা নিয়ে যেন আমরা উপকৃত হতে পারি।’
পরে এসিসির সভা নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এসিসির সভার ব্যাপারে পিসিবি অনেক সহযোগিতা করেছে বিসিবিকে। সফল একটা সভা হয়েছে ঢাকায়। আশা করি, এটা অব্যাহত থাকবে। অনেক বাধা ছিল, পিসিবি অনেক সাহায্য করেছে, আরো কিছু ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছে। আশা করি, ক্রিকেটের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক আরো ভালো হবে।’