৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

দাবি পূরণে সবাই রাস্তায়, ঐকমত্য কমিশনের কী দরকার: খসরুর প্রশ্ন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

দাবি-দাওয়া পূরণে সবাই রাস্তায় নেমে আন্দোলন করলে জাতীয় ঐকমত্য কমিশনের কী দরকার ছিল বলে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত ও ইসলামী দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওটা একটা ছদ্মবেশ ছিল?

বুধবার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রশ্ন রেখে বলেন, যারা কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচি দেয়নি যারা– তাদেরও তো অনেক দাবি আছে, যেটা ঐকমত্যের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐকমত্য কমিশন করার দরকার কী? এই দীর্ঘ আলোচনা করার কী দরকার ছিল?

ঐকমত্য কমিশনের বিষয়ে তিনি বলেন, এটার উদ্দেশ্য ছিল, যতটুকু ঐকমত্য হবে, তা আমরা মেনে এগিয়ে যাব। বাকিটা নিয়ে প্রতিটি দল জনগণের কাছে যাবে। খসরু বলেন, আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র উত্তরটা হচ্ছে– নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে থেকে আপনার ম্যান্ডেট আনার জন্য।

জামায়াত ও ইসলামী দলগুলোর আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যেখানে এখনও আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। যেখানে বেশির ভাগ জায়গাতে ঐকমত্য হয়ে গেছে, আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে– সেখানে মাঝখান থেকে এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কী? তাহলে তো একটা প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x