খুলনা অফিস
খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হন আরো চারজন। সোমবার (০৯ জুন) সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজীম (১২)। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়।
জানা গেছে, ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা। বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক। দারোগার ভিটা এলাকা পৌঁছালে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় ইজিবাইকটির। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনার লবনচড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।