২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৮:০৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা, শেষ মুহূর্তে স্থগিত করল আওয়ামী লীগের নেতারা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৮:০৫ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে আলোচিত এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষপর্যন্ত তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ঘোষণা অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৫টায় ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ে এই সম্মেলন হওয়ার কথা ছিল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (BHRW)’ নামের একটি অখ্যাত সংগঠনের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গোপালগঞ্জসহ সাম্প্রতিক সহিংসতা ও তথাকথিত গণহত্যা নিয়ে কথা বলার কথা ছিল কয়েকজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের।

তবে শেষ মুহূর্তে ওই সম্মেলন বাতিল করা হয়। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি স্কুলে বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী নিহত হওয়ায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিজেকে যুক্তরাষ্ট্রে বিএইচআরডব্লিউ’র মহাসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের মতো সাবেক নেতারা সম্প্রতি দিল্লি সফরে ছিলেন। তাঁদের কারও কারও ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল বলে আয়োজকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন।

এদিকে দিল্লির কূটনৈতিক মহলে খবর ছড়িয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে এই সম্মেলন নিয়ে। কারণ, ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এর আগ মুহূর্তে প্রতিবেশী দেশের রাজধানীতে এমন একটি বিতর্কিত আয়োজনকে বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান গতি ব্যাহত করার অপচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x