৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৮ এএম

এ সম্পর্কিত আরও খবর

দুই বছর পর ডিভোর্সের কথা জানালেন অভিনেত্রী

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৮ এএম

ডিভোর্সের দুই বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন পাকিস্তানি নাট্য অভিনেত্রী ও লেখিকা মীরা শেঠি। ২০২৩ সালের মার্চে ‘আন কাহি’ নাটকের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই অনেকটা অন্তরালে বিচ্ছেদ হয় তার। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সূত্র: ডেইলি পাকিস্তান।

জানা যায়, সাবেক তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী নাজাম শেঠির মেয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের সময়টিকে জীবনের কঠিন চ্যালেঞ্জিং সময় হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে মীরা শেঠি জানান―ডিভোর্সের কারণে তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। এমনকি পরিচয় সংকটের মুখোমুখিও হয়েছিলেন।

এ অভিনেত্রী বলেন, গত ২ থেকে আড়াই বছর ধরে নিজেকে নতুন করে আবিষ্কার, আত্মদর্শন ও আরোগ্যের জন্য ব্যক্তিগত যাত্রায় নিয়োজিত আছি। এই অধ্যায় এমন একটি প্রক্রিয়া, যা যেকোনো শিল্পীর জন্যই গুরুত্বপূর্ণ। আর তা স্বাভাবিকভাবেই জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকে।

মীরা শেঠি তার বন্ধু-বান্ধব, পরিবার ও অপরিচিত মানুষদের ধন্যবাদও জানিয়েছেন। তার এই কঠিন পরিস্থিতিতে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জমকালো এক আয়োজনে বিলাল সিদ্দিকীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মীরা শেঠি। তখন বিয়ের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x