জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়ার পাশাপাশি দুর্নীতি তদন্তের খবরে প্রতিষ্ঠানটিতে উত্তেজনা দেখা দিয়েছে।
গত কয়েকদিন ধরে এনবিআরের কর্মচারীদের টানা দুই দিনের কর্মবিরতি দেশের রাজস্ব আদায় প্রভাবিত করেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। সরকারের কঠোর অবস্থানের পর ২৯ জুন ওই কর্মবিরতি প্রত্যাহার করা হয়, যেখানে ব্যবসায়ী নেতারা মধ্যস্থতার ভূমিকা পালন করেন।
কিন্তু এরপরই গত বুধবার এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং চট্টগ্রামের কাস্টমস কমিশনার সাময়িক বরখাস্ত হন। দুর্নীতির অভিযোগে দুদক এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
এই সব ঘটনাক্রমে এনবিআরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা চান, এনবিআরের কার্যক্রম স্বচ্ছ ও দক্ষ হোক যাতে ব্যবসার পরিবেশে স্থিতিশীলতা ফিরে আসে। সরকারের পক্ষ থেকে এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।