ফের বেড়েছে দেশের বাজারের সোনার দাম। নতুন করে প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বুধবার (২৩ জুলাই) থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে। এর আগে সর্বশেষ ৭ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।
চলতি বছরে এ নিয়ে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে: ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ১ হাজার ৭২৬ টাকা।