৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১:৩১ এএম

এ সম্পর্কিত আরও খবর

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১:৩১ এএম

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা তো অনেক আগেই সেই ঐক্যের কথা বলে আসছি। তিনি বলেন, আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে। আপনারা সেই তিতুমীরের সময়টার কথা বলেন সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে আমরা এখন কেন পারবো না? আসুন আমরা সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার ও সংসদ গঠনের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা, কর্মসংস্থান ও জনকল্যাণ বৃদ্ধি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথমে আমি এফএসডিএসকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের দায়িত্ব হলো জনগণের কাছে যাওয়া। তারপর জনগণের কথা শোনা এবং কাজ করা।

তিনি বলেন, দেশের নিরাপত্তার কথা বলছেন অথচ নির্বাচন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের চিন্তা নেই কেন? একটা সংসদ গঠন করে দেশের নিরাপত্তাসহ অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হবে। আমি মনে করি দেশের স্বার্থে পাশের দেশের সঙ্গে যতটুকু সম্পর্ক প্রয়োজন ততটুকুই রাখতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x