২৭ আগস্ট ২০২৫ বুধবার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

দেশে বৈধ সিসা বার নেই, চলছে অসাধু ব্যবসা: ডিএনসি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের, ডিএনসি অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেছেন, দেশে বৈধ কোনো সিসা বার নেই। রেস্তোরাঁর আড়ালে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে এসব বার পরিচালনা করছেন। মঙ্গলবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ আইস, ইয়াবা, কুশ ও কোকেন উদ্ধারের ঘটনায় ডিএনসি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সিসায় যদি ০.২% নিকোটিন থাকে তাহলে এটি ‘খ শ্রেণির’ মাদক হিসেবে ধরা হয়। তবে ব্যবসায়ীরা আদালতে ভুল তথ্য দিয়ে কিছুদিন আমাদের কাজ ব্যাহত করেছিলো। বর্তমানে নিয়মিত অভিযান চলছে। বনানী, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পরিচালিত সিসা বারগুলো অবৈধ। বনানীর থ্রি সিক্সটি ডিগ্রি নামের প্রতিষ্ঠানটিও একটি রেস্তোরাঁ হলেও অবৈধভাবে সিসা বার পরিচালনা করছিলো।

গত ২৫ আগস্ট রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে খাইরুল ইসলাম রিয়ানকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিএনসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেকের একটি বাসা থেকে একাধিক মামলার আসামি মিলন মোল্লার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

এ মামলার মূলহোতা সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত এবং ইয়াছমিন আক্তার আঁখি পলাতক রয়েছেন। এর মধ্যে সৌরভকে ডিএনসি তালিকাভুক্ত গডফাদার হিসেবে চিহ্নিত করেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

একই দিন পল্টনের পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে ২৮০ গ্রাম টেট্রাহাইড্রো কুশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম এবং তার সহযোগী শুকুর মোহাম্মদ রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার ভোরে বাংলাদেশ কাস্টমস ও ডিএনসির যৌথ অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গায়ানার নাগরিক কায়রান পেটুলাকে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ উদ্ধারকৃত কোকেন ছিলো ৮ কেজি ৩ গ্রাম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x