৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:২৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ধানমন্ডি ৩২ এলাকা থেকে আওয়ামী সমর্থক সন্দেহে আটক ৩

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:২৯ পিএম

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ওই ব্যক্তির নিজের ফোনেও একই ধরনের ছবি পাওয়া গেছে। এ সময় বিক্ষুব্ধ অবস্থানকারীদের একজন বলেন, ‘গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে আসতে বলেছেন। আওয়ামী লীগের দালালরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে, সে জন্য আমরা অবস্থান নিয়েছি।’

প্রথম ঘটনার কিছুক্ষণ পর রাত ৯টার দিকে আরেকজনকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কী, তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। রাতের শেষ দিকে তৃতীয় একজনকেও একইভাবে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার ছেলে জয় ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য ছাত-জনতা অবস্থান নিয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আটকের বিষয়ে জানান, এখানে তিনজনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদও করবো। যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x