দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫১ জনের।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪২৫ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, তবে খুলনাতেও একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৮ জনে। এর আগে চলতি বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল গত ৭ জুন, সংখ্যাটি ছিল ৪৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯ জনের। এর আগে জুনে মারা যান ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, মার্চে তিনজন ও জানুয়ারিতে ১০ জন। ফেব্রুয়ারি মাসে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।