২৪ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১:০৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের মানে নেই: আখতার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১:০৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন এক শাসনতান্ত্রিক কাঠামো পেতে চায়। কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণ না হলে নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ থাকে না।

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকার নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয়টি অপূর্ণ রেখে নির্বাচনের পথে এগোয়, তাহলে এনসিপির সেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যায়।”

তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেই অনুষ্ঠিত হতে পারে। তবে সেই নির্বাচনের প্রকৃতি কী হবে, তা জাতির সামনে স্পষ্ট করা জরুরি। বিদ্যমান সংবিধান বহাল রেখে নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যাবে। এ কারণে এনসিপির দাবি, আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।

আখতার হোসেন বলেন, নতুন সংবিধান প্রণয়নে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হলে এনসিপি যেকোনো সময় অংশগ্রহণে প্রস্তুত। এনসিপির সদস্য সচিব অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক দলগুলো কেবল সংসদ নির্বাচনের কথা বলছে। কিন্তু সংস্কার প্রস্তাবগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিলে তা বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে যায়। এ কারণেই তাদের দাবি, সরকারকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতিকে নতুন সংবিধান উপহার দিতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x