২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নদী ভাঙনে ধসে পড়ল সোনাগাজীর তিন সড়ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম
নদী ভাঙনে ধসে পড়ল সোনাগাজীর তিন সড়ক

পানির তোড়ে ধসে পড়েছে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ ও চর দরবেশ ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার তিনটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, সোনাগাজী উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চর দরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদী অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে- বড় ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে দীর্ঘবছর অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই এ ভাঙন তীব্র হচ্ছে। পাশাপাশি গেল বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীনে নদীগুলো হারিয়েছে স্বাভাবিক গতিপথ। এতে প্রতিনিয়ত সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

শফি উল্লাহ নামে এক বাসিন্দা বলেন, চর দরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চরমজলিশপুরে যাওয়ার বদরপুর সড়ক ও মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। এতে যানচলাচল ব্যাহত হয়ে মানুষজন বিপাকে পড়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, নদী ভাঙনে তিনটি স্থানে সড়ক ধসে পড়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। সড়কগুলো চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x