২৩ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নাটকীয়তার পর দ্রুততম মানবীর মুকুট সুমাইয়ার

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম

জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। শুক্রবার পুরুষদের ডিসকাস থ্রোতে ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ডের জন্ম দিয়েছেন সেনাবাহিনীর আব্দুল আলিম। এর আগের রেকর্ডটি ছিল আলিমের সতীর্থ আজহারুল ইসলামের। ২০১০ সালে ৪৪.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন আজহারুল।

নারীদের শটপুট ইভেন্টে ১৩.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর জান্নাত বেগম। এতে ভেঙ্গে গেছে নৌবাহিনীর জাকিয়া আক্তারের ১৩.৫২ মিটারের রেকর্ড। এদিকে, ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড।

সন্ধ্যা পর্যন্ত মোট এগারোটি ইভেন্টের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সাতটি স্বর্ণ, ছয়টি করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদকসহ ১৯টি পদক জিতে শীর্ষে আছে সেনাবাহিনী। নৌবাহিনী পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে ১৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে।

একটি করে ব্রোঞ্জ জিতে যৌথভাবে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিমান বাহিনী এবং পুলিশ। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x