১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্বরত ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। সোমবার (২৯ জুলাই) পরপর দুটি গোলাগুলির ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে। তিনি সাড়ে ৩ বছর ধরে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

পুলিশ কমিশনার জেসিকা টিস্ক একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘দিদারুল ইসলাম একজন নায়ক হিসেবেই মারা গেছেন।’ তিনি আরো বলেন, দিদারুলের ছোট দুটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।’

নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। পুলিশ বন্দুকধারীকে শেন তামুরা হিসেবে শনাক্ত করেছে, যিনি লাস ভেগাসের একজন বাসিন্দা। হামলার পর তিনি আত্মহত্যা করেন।

টিস্ক বলেন, তার ‘মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ডকুমেন্টেড ইতিহাস’ ছিল, তবে হামলার উদ্দেশ্য এখনো অজানা। আমরা বুঝতে চেষ্টা করছি কেন সে এই নির্দিষ্ট স্থানটিকে লক্ষ্যবস্তু করেছিল।

এদিকে শহরের মেয়র এরিক অ্যাডামস বলেন, এঘটনায় আরেকজন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন এবং তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x