২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৫:০৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৫:০৬ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক।

স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে। সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সড়কে এখন যান চলাচল স্বাভাবিক বলে জানান ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x