গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের তিনদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, গত ৪ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে খোরশেদ আলম বাবা-মায়ের সঙ্গে শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ সেতুর নিচে গোসল করতে নামেন। এসময় তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। শনিবার (০৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার রানীগঞ্জ এলাকার নির্মাণাধীন ব্রিজের নিচে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিখোঁজের তিনদিন পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।