৩০ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:২০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নির্বাচন নিয়ে দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে: সালাহউদ্দিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:২০ পিএম

সংসদ নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সেই ঐক্যে কোনো না কোনো পক্ষ ফাটলের একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আমরা তর্ক-বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে।

শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলা একাডেমির মিলনায়তনে ‘মায়ের ডাক’ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল- ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সব রাজনৈতিক দলের কাছে রাখছি।

তিনি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, যদি জনগণ আমাদের (বিএনপি) সমর্থন দেয়, তাহলে গুম প্রতিরোধে ও গুম সংস্কৃতি নিশ্চিহ্নে প্রথমেই আইন প্রণয়নসহ সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না।

নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, শুনলাম কোন কোন রাজনৈতিক দল বলছে, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে নাকি একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে বা নির্বাচন ভণ্ডুলের একটা পায়তারা হবে।

আমরা সেভাবে কেন দেখব, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই রোডম্যাপ ঘোষণার জন্যই তো গত এক বছর আমরা আলাপ-আলোচনা ও সরকারের সঙ্গে দর কষাকষি করে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। নির্বাচন নিয়ে কোনো সন্দেহ, দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না।

মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x