৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

নুরাল পাগলার মরদেহ পোড়ানো ইস্যুতে নিপুনের পোস্ট

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

নির্মাতা আশফাক নিপুন ঘটমান বর্তমান নিয়ে সবসময় সরব থাকেন। গতবছর ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। এবার নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এ নির্মাতা। আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলার মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা! আশফাক নিপুনের পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। তারাও বিষয়টি নিয়ে একমত প্রকাশ করেছেন।

কেউ কেউ আবার নিপুনকে খোঁচাও দিয়েছেন। সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী আশফাক নিপুনের ওই পোস্টের কমেন্টে লিখেছেন, স্যরি আশফাক – তোমাদের কথা এখন কৌতুকের মতো শোনায়। জানি এই কমেন্টের নিচে এখন শেখ হাসিনা ফ‍্যাসিবাদ নানা কথা টেনে এসব ঘটনাকে বৈধতার চেষ্টা চলবে, চলবে ব্যক্তি আক্রমণ। তবে দিনশেষে তোমাদের এসব পোস্ট কিন্তু আমরা আগে দেখিনি ।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে, সেখানকার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x