গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ জানান।
সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো যাচাই বাছাই ছাড়াই ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলটির অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মামলায় ছাত্র সমাজের নেতাকর্মীদের নাম প্রত্যাহার কিংবা নুন্যতম দুঃখ প্রকাশ করেননি বলেও জানান তিনি। এ সময় ঘটনার পেছনে কারও প্ররোচনা ও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না সে বিষয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সভাপতি।
সাইফুল ইসলাম আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র সমাজ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। স্বৈরাচার সরকার ও তাদের দোসররা বাংলাদেশর মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেই কেবল তারা রাজনীতি করতে পারবে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ।