৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৫ পিএম

নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থান বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নেপালে আগত সকল বাংলাদেশি যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘুরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা +9779803872759 অথবা +977 9851128381 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে ৫১ সদস্যের একটি প্রতিনিধিদল বিদেশে শিক্ষা সফরের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে। তাদের দৈনিক কার্যক্রম বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময় ১২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ দূতাবাস স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x