মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। আনোয়ার হোসেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে আরেক প্রজ্ঞাপনে পদোন্নতি পেয়ে সচিব হন অতিরিক্ত সচিব ডে. মোহাম্মদ আবু ইউছুফ।
সোমবার (১৮ আগস্ট) তাকে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পান মোকাব্বির হোসেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।