রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরে ‘পরকীয়ার জেরে’ স্বামী-স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় গাউস নামের ‘কথিত প্রেমিক’কে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ মে) বিকেলে মিরপুর-১১ এর বি ব্লকের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা। আটক গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
পুলিশ জানায়, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম সারাবেলার খবরকে বলেন, আটক গাউস স্বীকার করেছেন যে উভয় হত্যার সঙ্গে তিনি জড়িত। তবে তার সাথে আর কেউ ছিল কিনা বা কিভাবে এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন তা জানালেও তদন্তের স্বার্থে ওসি মো. শফিউল আলম আপাতত সে বিষয়ে মুখ খোলেননি।