নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরবানীর পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। তখন পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ৮ জনকে আটক করেছেন। বুধবার (২৮ মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদ কার্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা লাভলু, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধান, হানিফ, জাকিরসহ অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের গোগনগর ইউনিয়ন থেকে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী সকালে উপজেলায় আসে। এরপর তারা উপজেলা নির্বাহী অফিসারের পাশের কক্ষের সামনে অবস্থান নেন। আর কিছু উপজেলা পরিষদের মাঠে অবস্থান নেয়। যারা হাটের সিডিউল ক্রয় করে বাহিরে বের হয় তাদেরই দেহ তল্লাশি করে শিডিউল রেখে দেয়। সকালে ফতুল্লা থানা বিএনপি নেতা লাভলুর উপর হামলা করে গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রুবেলের অনুসারিরা।
পুলিশের সামনে তাকে মাটিতে ফেলে কিল ঘুষি মেরে দরপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। দুপুর ১২টায় একই হাটের দরপত্র কেনেন জাকির নামের আরেক ব্যবসায়ী। তিনিও দরপত্র নিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথেই তার উপর হামলা করে রুবেল মেম্বারের অনুসারিরা। বিকেল চারটায় বৃষ্টির মধ্যে একই হাটের দরপত্র কেনা নিয়ে পুনরায় রুবেল মেম্বারের অনুসারিরা ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধানের উপর হামলা করে।
বিকেলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার আসেন উপজেলায়। তখন তার সামনে ওই সন্ত্রাসী উশৃঙ্খলাতা করলে সে প্রতিবাদ করেন। এসময় সন্ত্রাসীরা তাকেও মারধর করেন। রুহুল আমিন শিকদারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে আসলে দুই গ্রুপের সংঘাত বেধে যায়।
পরে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখন ওই সন্ত্রাসীদের মধ্যে কিছু পালিয়ে যায় আর ৮ জন উপজেলা কার্যালয়ের অফিস কক্ষে আশ্রয় নেন। এসময় পুলিশ তাদের আটক করেন। তাৎক্ষনিক আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সদরের ১৫টি পশুর হাটের শিডিউল বিক্রি হয়েছে। এরমধ্যে কিছু উশৃঙ্খল যুবক পরিস্থিতি অশান্ত করে তুলেছেন। তাদের আটক করা হয়েছে। নাম পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।