পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় জয় পাওয়া দলটিতেই আস্থা রেখেছেন নির্বাচকরা।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি। শ্রীলঙ্কার মাটিতে সিরিজজয়ী দলটিকেই বহাল রাখা হয়েছে। নির্বাচকদের মতে, একই দলকে ধারাবাহিক খেলার সুযোগ দেওয়া হলে আত্মবিশ্বাস ও পারফরম্যান্স—উভয়ই বাড়বে।
এই সিরিজটি এশিয়া কাপ ও আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। টাইগাররা হোম কন্ডিশনের সুবিধা নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো ফল করতে চায়।
বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, তানভীর ইসলাম, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, নাঈম শেখ।