২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:০২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

পাকিস্তান-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আমিরাত

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৪:০২ পিএম

এশিয়া কাপের ঠিক আগে টুর্নামেন্টের স্বাগতিক সংযুক্ত আরব আরব আমিরাত একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে সিরিজটি হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২৯ আগস্ট থেকে শুরু হওয়া সিরিজের সূচিও ঘোষণা করেছে। ফাইনাল দিয়ে সাত ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তান মাঠে নামবে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মাঠে গড়াবে ৭ সেপ্টেম্বর। তার একদিন পর অর্থাৎ ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে।

এশিয়া কাপের ঠিক আগে হওয়ায় ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া তিন দল পাকিস্তান, আফগানিস্তান ও আরব আমিরাতকে পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই ম্যাচ খেলতে হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। পরদিন আবার আমিরাতের বিপক্ষে ম্যাচ সালমান আঘার দলের।

আফগানিস্তানকে আবার ১ ও ২ সেপ্টেম্বর যথাক্রমে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। আমিরাতও একইভাবে ৪ ও ৫ সেপ্টেম্বর পরপর পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x