৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১:২০ এএম

এ সম্পর্কিত আরও খবর

পার্কিং বিমানে লাগেজ ট্রলির ধাক্কা, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১:২০ এএম

পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি টাগ। এতে বোয়িং এয়ারক্রাফটি বাইরে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে যখন ট্রলিটি আঘাত হানে তখন প্লেনের ভেতরে কোন যাত্রী ছিল না। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একে খাঁচা ট্রলি বলে। এটি দিয়ে বিমানে যাত্রীদের লাগেজ তোলা ও নামানোর কাজ করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়।

পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তবে ট্রলি যখন আঘাত হানে তখন বিমানের ভেতরে কোন যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x