৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

পাহাড়ি গিরিখাতে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু বানাচ্ছে চীন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে বিশ্বের ‘সবচেয়ে উঁচু সেতু’ আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পাহাড়ি গিরিখাতের ওপর নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি পানি থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত। এর মূল স্প্যান ১৪২০ মিটার লম্বা। প্রকল্পটি বিশ্বের বৃহত্তম স্প্যান-যুক্ত স্টিল ট্রাস সাসপেনশন সেতু।

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝাং ইয়িনের মতে, এতে বায়ু-প্রতিরোধী নকশা এবং উচ্চ-উচ্চতার নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে। ঝাং বলেন, সেতুটির কারণে দুই তীরের মধ্যে ভ্রমণের সময় প্রায় দুই ঘণ্টা থেকে কমিয়ে প্রায় দুই মিনিটে নামিয়ে আনবে। এটি স্থানীয় পরিবহন উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, বিশেষ করে গ্রামীণ এলাকায়।

সেতু এবং কাছাকাছি একটি পর্যটন অঞ্চলে বাঞ্জি জাম্পিং, টাওয়ার-টপ ক্যাফে এবং একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘরও রয়েছে। বছরে দশ লাখেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। ঝাংয়ের মতে, এই আগমন স্থানীয় কৃষি পণ্যের বিক্রয় বৃদ্ধি করবে এবং হোমস্টে, রেস্তোরাঁ ও অন্যান্য স্থানীয় ব্যবসার প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x