২২ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১২:৪৭ এএম

এ সম্পর্কিত আরও খবর

পুকুরের পানি ছেঁকে আড়াই কেজির ২১ টি স্বর্নের বার উদ্ধার

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১২:৪৭ এএম

মোটরসাইকেলযোগে ২১ টি স্বর্নের বার নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় যাচ্ছিল পাচারকারি। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দেয় পাচারকারি। স্বর্নের বারগুলো ফেলে দেয় পুকুরে। পরে পুকুর ছেঁকে ২১ টি স্বর্নের বার উদ্ধার করে বিজিবি। আটক করেছে পাচারকারিকে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার সীমান্ত শহর দর্শনায়।

আটক আবেদিন মিয়া (২৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে দর্শনা ইশ্বরচন্দ্রপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টিম।

দুপুর সাড়ে ১২টার দিকে দুই ব্যাক্তি মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। তবে মটরসাইকেলের আরোহী পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তার কাছে থাকা একটি প্যাকেট পানিতে ফেলে দেয়। বিজিবির সদস্যরাও পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের বার থাকা একটি প্যাকেট পানিতে ফেলা দেয়ার কথা স্বীকার করে। পরবর্তীতে পুকুরের পানি ছেঁকে মোট ২১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার গুলোর মোট ওজন ২ কেজি ৪শ’ ৪৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লক্ষ ৪০ হাজার ৮৯০ টাকা।

তিনি আরো জানান, আটক স্বর্ন পাচারকারিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার করা স্বর্ণেরবার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে । এ ঘটনায় বিজিবির নায়েক মো জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x