৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১২:৪০ এএম

এ সম্পর্কিত আরও খবর

পূজায় কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন স্মৃতির কথা

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১২:৪০ এএম

শারদীয় দুর্গাপূজায় ভক্ত-অনুরাগীরা আনন্দে মাতলেও এই সময়টা অভিনেত্রী অপু বিশ্বাসের কাছে অন্যরকম। অনেকদিন হলো মা–বাবাকে হারিয়েছেন তিনি। তাদের অভাব পূজার দিনগুলোতে আরও বেশি অনুভব করেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা–বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা–বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।

শৈশবের পূজার স্মৃতিচারণ করে অপু জানান, বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব–অপুর জুটি প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলোর বেশিরভাগই ব্যবসাসফল হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি। ‘লাল শাড়ি’ নামের সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক ঘটে তার। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম–ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এ ছবির জন্য ২০২১–২২ অর্থবছরে তিনি সরকারি অনুদান পেয়েছেন ৬৫ লাখ টাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x