৩১ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৫:৩৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

পূর্ব তিমুরের জালে ৪ গোল দিয়ে বিরতিতে বাংলাদেশ

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৫:৩৮ পিএম

অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের মুখোমুখি বাংলাদেশ। প্রথমার্ধে এশিয়ার এই দেশটির জালে চার গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন ও তৃষ্ণা রানী।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রেখেছে আফঈদারা। ম্যাচের ২০ মিনিটে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে অবিশ্বাস্য এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। এরপর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ৪-০ হয় বাংলাদেশের স্কোর।

প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে বয়সভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে আরও একধাপ এগিয়ে যাবে বাঘিনীরা। সাথে ফিফার দেয়া সুখবর উদযাপনের বিষয়তো থাকছেই। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে পূর্ব তিমুর। ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, যেখানে বাংলাদেশের অবস্থান ১০৪তম, তিমুর লেস্তে সেখানে ১৫৮তম।

চলতি বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল পরবর্তী রাউন্ডে মানে মূল পর্বে জায়গা করে নেবে। তাই প্রতিটি ম্যাচে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। সে ম্যাচের আগে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠে নামতে চাইবে লাল-সবুজের মেয়েরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x