৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম

এ সম্পর্কিত আরও খবর

প্যানেল ঘোষণার পর থেকে সিন্ডিকেট প্রোপাগান্ডা দেখতে পেয়েছি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, প্যানেলের ঘোষণার পর থেকে আমাদের নামে সিন্ডিকেট প্রোপাগান্ডা দেখতে পেয়েছি। গত ২৬ আগস্ট আমাদের নারী প্রার্থীর ছবি চারুকলায় বিকৃত করা হয়েছিল, আমরা অভিযোগ দিয়েছিলাম কিন্তু সাতদিন হয়ে গেলো বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেয়নি। ক্রমাগত আমাদের নামে অনলাইনে বুলি করা হয়েছে। সিলেকটিভ প্রতিবাদ দেখছি, যখন আমাদের প্রার্থীদের উপরে সাইবার বুলিং হয় সেটাকে জাস্টিফাইড করা হয়, তাকে শিবির ফ্রেমিং করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ‘আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সাইবার বুলিং, স্লেটশ্যামিং’ নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় শিবিরের প্যানেলের নারীদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া এবং গণধর্ষণের হুমকি দেওয়া ছাত্রকে শিবিরের সঙ্গে জড়িত নয় বলে জানান।

প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, গতকাল একজন শিক্ষার্থী যে শব্দচয়ন করেছে, আমরা সবার প্রথমে প্রতিবাদ জানিয়েছিলাম এবং প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম যেন দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তাকে দায়মুক্তি দেওয়ার জন্য লেগে পড়েছে সবাই, তাকে শিবির নেতা প্রমাণ করতে চায় সবাই। এটা তো ভণ্ডামি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন স্ক্রিনশট প্রদর্শন করে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা নারী প্রার্থীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে হুমকি দিচ্ছে। তাদের প্রার্থীদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু মন্তব্যেই সীমাবদ্ধ নয়, নারী প্রার্থীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে ইনবক্সে পাঠানো হচ্ছে। নির্বাচনে সরে না দাঁড়ালে এগুলো প্রকাশের হুমকিও দেওয়া হচ্ছে। ফরহাদ অভিযোগ করেন, সম্প্রতি ছাত্রদল নিজেদের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয় আড়াল করতে ইস্যু ঘোরানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান, গত সোমবার স্থানীয় বিএনপি নেতারা তাদের নারী প্রার্থী জুমার বাড়িতে গিয়ে তাঁর মা-বাবাকে হুমকি দিয়েছেন, যাতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে মুখ না খোলেন। সংবাদ সম্মেলনে শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনীম, কমনরুম সম্পাদক প্রার্থী উম্মে সালমা প্রমুখ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x